•  Mobile: +8801783043161  E-mail: contact@ourrangpur.com
 • আমাদের রংপুরকবিতা

  আমি ভালো আছি – হেলেন আরা সিডনী

  আমি ভালো আছি

  হেলেন আরা সিডনী

  জেনে রেখো তবু আমি ভালো আছি
  দেয়ালের বিচক্ষণতায় তোমার বোঝার ভুল
  দরোজা বন্ধ করে তুমি ভালো থাকো
  আমার খোলা দরোজা
  মিথ্যে অপবাদে রক্তাক্ত দেয়ালে
  মাথা খুটে যাবে নীরবে – নি:শব্দে
  অন্তত বেঁচে থাকার জন্য
  এই উপাত্ত অনেক বেশি প্রাপ্তি
  খুব বেশি প্রত্যাশা কখনো রাখি নি ।
  অর্থহীনতার নিগূঢ় অর্থতথ্য নিতে পারো নি
  প্রাচুর্যের সংজ্ঞায় সংজ্ঞায়িত নয় হৃদ্যতা
  তাই সীমাহীন হতাশার পাদদেশে লুন্ঠিত সম্মোধন
  গুছানো সম্ভাবনাময় আশাবাদী প্রেমজ মন
  স্বপ্নের অনুভূতির কোমল দক্ষতা বিশেষ মন্তব্যে
  খুব সহজে লিপিবদ্ধ করে দিয়ে প্রশংসিত তুমি
  আক্ষরিক কিছু শারীরীক সন্ধিময় যুক্ততায়
  বিক্রিত নয় আমার ইচ্ছে – আত্মা – ভালোবাসা
  তাই জেনে রেখো আমি ভালোই আছি।

  Leave a Reply

  Close