•  Mobile: +8801783043161  E-mail: contact@ourrangpur.com
 • Blogঅন্যান্যআমাদের রংপুরইতিহাস ও ঐতিহ্য

  করোনা ভাইরাসের বিস্তারের বিষয় সমূহ

   

  করোনা ভাইরাস বিস্তারের কারনঃ
  ১। হাঁচি ও কাশির মাধ্যমে।
  ২। আক্রান্ত ব্যাক্তিকে স্পর্শ করলে।
  ৩। ভাইরাস আছে এমন কোন কিছু স্পর্শ করে হাত না ধুয়ে মূখে, নাকে বা চোখে লাগালে।
  ৪।পয়ঃ নিস্কাশন ব্যাবস্থার মাধ্যমে ।
  ভাইরাসের প্রাথমিক লক্ষন সমূহঃ
  জ্বর, কাশি, মাথাব্যথা, গলা ব্যাথা, অজ্ঞান হয়ে যাওয়া।
  এসব লক্ষন দেখা দিলে বাড়িতে বিশ্রাম নিয়ে প্রচুর ডাবের পানি এবং ফলের জুস খেতে হবে।

  করোনা ভাইরাস প্রতিরোধে করনীয়ঃ
  ১। ভাল করে সাবান দিয়ে হাত ধুতে হবে।
  ২। হাঁচি-কাশি দেওয়ার সময় ভাল করে মূখ ঢেকে রাখতে হবে ।
  ৩। টিস্যু পেপার ব্যাবহারের পর তা আগুনে পুড়ে ফেলতে হবে।
  ৪।মাংশ বা ডিম ভাল করে সিদ্ধ করে খেতে হবে ।
  ৫। বন্য বা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ করা যাবে না ।
  ৬।মূখে মাস্ক ব্যাবহার করতে হবে।
  ৭। পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে ।

  Leave a Reply

  Close