•  Mobile: +8801783043161  E-mail: contact@ourrangpur.com
 • আমাদের রংপুরবদরগঞ্জশিক্ষা প্রতিষ্ঠানসরকারি প্রতিষ্টান

  গতবছরের তুলনায় বেড়েছে পাসের হার।বদর গঞ্জ সরকারি কলেজ

  বদর গঞ্জ সরকারি কলেজ। রংপুর জেলার বদর গঞ্জ উপজেলায় অবস্থিত।
  এবছরে ২০১৯ সাল এইচ এস সি পরিক্ষায় উক্ত কলেজ থেকে মোট ৩৮৯ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে ২৮৩ জন ছাত্র ও ১০২ জন ছাত্রী । মোট পাসের হার হলো ৫৮.৭০% এবং ফেলের হার ৪১.৩০%।

  উক্ত কলেজে মোট পাস করে ২২৬ জন। এর মধ্যে ১৬৬ জন ছাত্র ও ৬০ জন ছাত্রী পরিক্ষায় উত্তীর্ন হয়।এবং উক্ত কলেজ থেকে মোট জিপিএ ২ জন, ২ জন ছাত্র । উক্ত কলেজে মোট ফেল করে ১৫৯ জন পরিক্ষার্থী।

  গত বছরে ২০১৮ সালে মোট পরিক্ষা অংশ নেয় ৩৬৪ জন পরিক্ষার্থী। পাসের হার ছিল ৪৬.৯৮% এবং ফেলের হার ছিল ৫৩.০২%। মোট পাস করে ১৭১ জন। ফেল করে ১৯৩ জন শিক্ষার্থী।

  উক্ত কলেজে যেসকল শিক্ষার্থী পাস করেছে জেলা ওয়েবসাইট আওয়ার রংপুর এর পক্ষ হতে অভিনন্দন সেই সাথে যেসকল পরিক্ষার্থী এবছর পাস করতে পারে নাই তাদের জন্য সমবেদনা ও দোয়া আগামীতে যেন ভালো রেজাল্ট করতে পারে সেই কামনা।

  Leave a Reply

  Close