•  Mobile: +8801783043161  E-mail: contact@ourrangpur.com
 • জেলা সম্পর্কিত

  গোস্ত কবিতা।রফিকুল ইসলাম রুবেল

  গোস্ত কবিতা।রফিকুল ইসলাম রুবেল

  রংপুরের আঞ্চলিক ভাষায় একটি মজার কবিতা মোঃ রফিকুল ইসলাম রুবেল

  আগের কতা মনে হইলে
  মোর যে ব্যারায় হাসি,,,,
  টেপামধুপুর হাটের দিনোত
  গরু জবো দিছিল মন্টু কাসাই
  আর মতিন কাসাই খাসি।

  গোস্ত ব্যাচায়
  ভাব কি ওমার!
  আগে থাকি করি মাইকেন,,,
  সারাদিনে যখন হয় না ব্যাচা
  আইত নাগলে কয়
  কি খাইমেন ভাই
  আইসেন আইসেন।

  অদ্দেক গোস্ত,
  অদ্দেক চর্বি,
  এ্যাকনাও নাই হাড্ডি,,,
  ফুরি গেইলে আর পাবান নন
  কায় কোন্টে আছেন আইসো ব্যাহে
  মাতাত খাটান বুদ্দি।

  কতা শুনি নোরোল চাচা
  গোস্ত নিয়্যা গেইছে বাড়ি,,,
  চাচীও আন্দিচে ব্যাহে
  মেল্ল্যা সুন্দর করি,
  বসছে সবায় খাইবে এ্যালা
  সাগাইও আনছে ধরি।

  সাগাই ওমার গোস্ত পায়া
  মুকোত নিয়্যা যেই দেছে টান,,,
  গোস্ত এ্যাকনাও ছেরে নাই ব্যাহে
  কিযে অপমান।

  কিসের গোস্ত সউগে এ্যাগল্যা
  হাড্ডি আর ঝ্যালপাটা,,,
  টানের জোরোত সরুয়্যাতে সবায়
  হয়া গেইছে ন্যারপ্যাটা।

  Leave a Reply

  Close