•  Mobile: +8801783043161  E-mail: contact@ourrangpur.com
 • আমাদের রংপুরনদ-নদী

  তারাগঞ্জ উপজেলার চিকলি নদী

  তারাগঞ্জ উপজেলার চিকলি নদী

  চিকলী নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নীলফামারী এবং রংপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৪৩ কিলোমিটার, গড় প্রস্থ ১২০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক চিকলী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৪০

  পানি উন্নয়ন বোর্ড রংপুরের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় চিকলী নদীর ভাংড়ির ঘাট থেকে ১১কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে।

  বর্তমানে এই চিকলি নদীর খনন কাজ শুরু হয়েছে। আর মেসার্স রূপান্তর নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান খনন কাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে। ৩০মিটার চওড়া ও এক থেকে দেড় মিটার গভীরতার ওই খনন কাজে ব্যয় ধরা হয়েছে ১০কোটি ৮৪লাখ টাকা। ২০২০সালের ৩১ মে ওই খনন কাজ সম্পন্ন হবে।

  Leave a Reply

  Close