•  Mobile: +8801783043161  E-mail: contact@ourrangpur.com
 • Rangpurআমাদের রংপুরদর্শনীয় স্থান

  দেবী চৌধুরানী জমিদার বাড়ি

  দেবী চৌধুরানী জমিদার বাড়ি

  রংপুর জেলার পীরগাছা উপজেলার পীরগাছা রেল স্টেশন এর পাশেই অবস্থান এই দেবী চৌধুরানী জমিদার বাড়ি। ইতিহাসখ্যাত প্রজা হিতৈষী জমিদার দেবী চৌধুরানীর রাজবাড়ি। রংপুরের পীরগাছা উপজেলার রেলস্টেশনের অনতিদূরে এ জমিদারী বাড়ী অবস্থিত।

  বিশাল এলাকা নিয়ে ছড়ানো ছিটানো এ রাজবাড়ির অসংখ্য দালান আজ ধ্বংস প্রায়। দালানের ইট,পাথর ও সুরকি খুলে পড়েছে । দেয়ালের জীর্ণতা ও শেওলার অআঁচড়ে পরগাছা জন্মেছে । রাজবাড়ির চারি দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দৃষ্টি নন্দিত ছোট বড় অনেক পুকুর । বাড়ির পিছনে ইতিহাসের কালের সাক্ষী হয়ে কোনমতে বেঁচে আছে দেবী চৌধুরানীর খননকৃত ঢুসমারা খাল অর্থাৎ হঠাৎ বা অকস্মাৎ সৃষ্টি । দেবী চৌধুরানী এ খাল দিয়ে নৌকাযোগে নদী পথে বিভিন্ন গোপন অবস্থায় যাতায়াত করতেন । ধ্বংস প্রায় জমিদার বাড়ির নাট্য মন্দির ও কাচারীটি পীরগাছা উপজেলার সাব রেজিস্ট্রি অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে। জমিদার বাড়ীর মধ্যে নির্মিত বহু মন্দির আজ আর নেই। তবে ছোট তরফের জমিদার ভৈরবেন্দ্র নারায়ণ কর্তৃক নির্মিত ত্রি বিগ্রহ মন্দির ধ্বংসের অপেক্ষায় দিন গুনছে। এখানে অন্নপূর্ণা বিশ্বেশ্বর , শিবমন্দির ও হরিহর তিনটি বিগ্রহ এক মন্দিরের পাশাপাশি কক্ষে স্থাপন করা হয়েছে। যা বাংলার মন্দির স্থাপত্যের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। 

   

  Leave a Reply

  Close