•  Mobile: +8801783043161  E-mail: contact@ourrangpur.com
 • বিশিষ্ট ব্যক্তিত্বমিঠাপুকুর

  নুরুল ইসলামের সাহিত্য ক্ষেত্রে অবদান ও মিত্যুবরণ

  নুরুল ইসলামের সাহিত্য ক্ষেত্রে অবদান ও মিত্যুবরণ

  শিক্ষাকক্ষত্রেও তিনি অবদান রেখেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, রংপুর জেলা শাখার সভাপতি ছিলেন।রংপুরের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি একজন সম্মানিত ব্যক্তিত্ব।শিক্ষা ,সমাজসেবা ও সাহিত্যচর্চার জন্য তিনি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।১৯৮৪ সালে সমবায় কার্যক্রমে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি স্বর্ণপদক ও জাতীয় পুরস্কার এবং ১৯৮৮ সালে  শ্রেষ্ঠ শিক্ষা হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক তিনি পুরস্কৃত হন।১৯৮৪-১৯৮৫ অর্থ বছরে ঋণ আদায়ে প্রশংসনীয় কাজের জন্য বাংলাদেশ সমবায় ব্যাংকের বিশেষ পুরস্কার লাভ করেন।২০০২ সালে ভাষা আন্দোলনের ৫০ বছর পূর্তি উপলকক্ষ অন্যতম ভাষাসৈনিক হিসেবে তিনি সংবর্ধিত হন।তিনি ২০০৬ সালে সাহিত্যে রাষ্টীয় পুরষ্কার ‘একুশে পদক’ লাভ করেন।

  তিনি ২০০৫ সালের ৩১শে জানুয়ারীতে ঢাকায় ইনন্তকাল করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

  Leave a Reply

  Close