•  Mobile: +8801783043161  E-mail: contact@ourrangpur.com
 • আমাদের রংপুরইতিহাস ও ঐতিহ্যদর্শনীয় স্থানপীরগঞ্জ

  পীরগঞ্জ কাটাদুয়ার দরগাহ 

  বাংলাদেশের রংপুর বিভাগে ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি প্রাচীন স্থাপনা। পীরগঞ্জ থেকে প্রায় 11 কি: মি: দক্ষিণে কাটাদুয়ারা অবস্থিত।

  এটি একটি ছাদবিহীন মাযার যার দক্ষিণ দেয়ালে প্রবেশপথ আছে। দরজার দু’পাশে দুটি শিলালিপি আছে। এর দক্ষিণ পাশে যে প্রাচীন ইমারতের ধ্বংসাবশেষ দেখা যায়, সেখানে হোসেন শাহের আমলের একটি মসজিদ ছিল।

  রাখালদাস বন্দ্যোপাধ্যায় এখানে দুটি শিলালিপি দেখে বলেছিলেন, এই শিলালিপি সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলকে নির্দেশ করে। শিলালিপি দুটি আবিষ্কার করা হয়েছে দরগাহ কাছে ছোট একটি নদী থেকে। পাঠ করে জানা যায়, কামরূপ ও কামতা বিজয়ী হোসেন শাহের রাজত্বকালে খান-ই-আযম এই মসজিদ নির্মাণ করা হয়।

  Leave a Reply

  Close