•  Mobile: +8801783043161  E-mail: contact@ourrangpur.com
 • কবিতা

  মুখে টোপা শ্রমিকের – রফিক মোহাম্মদ

  মুখে টোপা শ্রমিকের – রফিক মোহাম্মদ

  ধনীদের চোখে খিদে কভু নয় পেটে
  রাক্ষসে মনোভাব রাগে যায় ফেটে।
  ভুঁড়ি যেন ভুঁড়ি নয়——–সমুদ্র বটে
  যাই দিবে টেনে নিবে রবে না-তা তটে।

  ধনী হতে নেতা হয় গরীবের তরে
  পুষে রাখে লাঠিয়াল যেন সব ডরে।
  হাল ধরে নেতারাই—-শিল্পের ক্ষেতে
  মুখে টোপা শ্রমিকের নয় তো-বা বেতে।

  গরীবের ঘাড়ে বসে মধু খায় ওরা
  শ্রমিকের নেতা সেজে টাকা পায় চোরা।
  নেতা নামে আছে যত ভণ্ডরা দেখি
  মাল পেলে সব ভুলে ভাষণেতে মেকি।

  এই দাবী সেই দাবী নিছে সব মেনে
  সাদা মনে শ্রমিকেরা খুশি হয় জেনে।
  অবশেষে দেখা যায় যেই আর সেই
  সারারাত সাপ ভেবে মারি রশিতেই।

  রফিক মুহাম্মদ

  Leave a Reply

  Close