•  Mobile: +8801783043161  E-mail: contact@ourrangpur.com
 • আমাদের রংপুরকবিতাজেলা সম্পর্কিত

  রংপুরের আঞ্চলিক ভাষায় মজার কবিতা। মরার কারেন্ট

  রংপুরের আঞ্চলিক ভাষায় মজার কবিতা
  ,,,,,,,,,,,,,,, মরার কারেন্ট,,,,,,,,,,,,,,,
  লেখকঃ মোঃ রফিকুল ইসলাম রুবেল

  কায় বানাচলো বাহে মরার কারেন!
  আর কি আচিল ন্যা কোনো বেরেন!

  য়্যাগিল্যা হইচে ব্যাহে কি কাম!
  দুক্কের কতা মুই কাক কম।

  সেদিক্যা আন্দারোতে পিচলি পরি,
  উটিগেইচে মোর গাওয়ের ছালছরি,
  সাতে অক্ত পচ্চে ম্যাল্যা ধরধর করি।

  কারেন খালি আইসে আর যায়,
  য়্যালাও বিষোতে মোর মাতা টনটনায়।

  ভোক নাগলে যদি জাঞ বাড়ি,
  চিল্লি কঞ ভাত আনো ক্যা টপকরি,
  আগ করি কয় ব্যাহে মোক
  আন্দারোত তকাই আন্দোও নাই।

  সইন্ধ্যা সকাল কারেন যায়!
  আন্দারোত ফির নাগে ভয়,
  য়্যালাও হামাক ন্যামপো জলা খায়।

  গরোমোত সরিলট্যা ছটফট্যায়,
  ঘরোত বুজি য়্যালা টেকায় দায়।

  কোন সমায় ব্যাহে কোন কাম,
  গাও থাকি টোপটোপ করি পরে ঘাম।

  আন্দারোত ফির পাংকা খান
  উটকিয়্যাও না পাও,
  সেই ভয়োতে মুই
  বিচন্যাত গাওয়ে না নাগাও

  দুর ব্যাহে! পোত্তেক দিন
  ক্যারেন কোনা যায়
  ফকাৎ ফুকুৎ করি,,
  এই দোক্কোতে মুই
  থাকো না যে বাড়ি।

  Leave a Reply

  Close