Newsআমাদের রংপুরগঙ্গাচড়া

রংপুরে শিশুদের পথ চলার কৌশল শেখালেন-সুমন

রংপুরের গঙ্গাচড়ায় কোমলমতি শিশুদের পথ চলার কৌশল শেখালেন সড়ক দুর্ঘটনা রোধে প্রচারণাকারী অটো চালক আব্দুল্লাহ আল সুমন। এমনকি এ সময় শিশুদের সুশৃঙ্খলভাবে পথ চলার পরামর্শ দেন সুমন।

সে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গজঘন্টা ইউনিয়নের হাঁবু বালারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সড়ক দুর্ঘটনা রোধে পথ চলার কৌশল শেখানোর পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক তার লেখা লিফলেট বিতরণ করেন।

এর আগে সুমন তুলশীরহাট হাই স্কুল, ব্রমোত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুড়িবিশ্বা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চেংমারী মান্দ্রাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে একই প্রচারণা চালান।

হাঁবু বালারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সড়ক দুর্ঘটনা রোধে প্রচারণা কালে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মডেল থানার এসআই আমজাদুর রহমান, প্রধান শিক্ষক শফিকুল, সহকারী শিক্ষক মোয়াজ্জেমা নাহিদ, নাজমা বেগম, নুসরাত জাহান, আবিদা সুলতানা, নুরুজ্জামান ও সাংবাদিক নির্মল রায় প্রমুখ।

Related Articles

Leave a Reply

Close