•  Mobile: +8801783043161  E-mail: contact@ourrangpur.com
 • আমাদের রংপুরতারাগঞ্জ

  রংপুর তারাগঞ্জ উপজেলায় রচনা প্রতিযোগিতা

  রংপুর তারাগঞ্জ উপজেলায় রচনা প্রতিযোগিতা

  “কন্যা শিশুর অধিকার ও নিরাপত্তা সুরায় পরিবার এবং সমাজের ভুমিকা শীর্ষক” শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
  বুধবার সকাল ১১টায় পলীশ্রী রংপুর ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্প এর আয়োজনে রংপুরের তারাগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজে প্রাঙ্গনে হাতিবান্ধা দ্বিমুখি উচ্চ বিদ্যালয় ও কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজের মোট ৪১ জন ছাত্রী অংশগ্রহন করে।
  কন্যা শিশুর অধিকার, বাল্য বিবাহ, বিভিন্ন কারনে শিশু পাচার, শিশু নির্যাতন, যৌন নিপীড়ন, কন্যাশিশু প্রতি অবহেলা প্রতিরোধ এবং শিায় অগ্রগতি বৃদ্ধি এবং বিদ্যালয় মুখি হওয়ার লক্ষে ওই প্রতিযোগীতাটি অনুষ্টিত হয়।
  এসময় উপস্থিত ছিলেন কাশিয়াবাড়ি স্কুল এন্ড কলেজের প্রধান শিক মামুনুর রশিদ, ইন্দ্রজিত রায়, মেঘনাথ রায়, ইয়াছিন আলী, হাতিবান্ধা দ্বিমুখি উচ্চ বিদ্যালয় প্রধান শিক ফারুক হোসেন আনজিরা খাতুন, নাজমা বেগম, রফিকুল ইসলাম।
  প্রতিযোগিতা শেষে আলোচনায় বক্তারা বলেন ছেলে মেয়ের মধ্যে কোন ভেদাভেদ নেই।

  মেয়েরাও সাইকেল চালিয়ে স্কুলে আসতে পারে এ পরিবেশটি আমাদের তৈরী করতে হবে এবং মেয়েদের সাইকেল চালাতে উদ্বুদ্ধ করতে আমরা কাজ করব। রচনা প্রতিযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন পলীশ্রী ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের প্রজেক্ট অফিসার সাজেদুল ইসলাম সুজন, প্রজেক্ট অফিসার রওনক আরা হক, প্রকল্প সমন্বয়কারী শাহনাজ পারভীন প্রমুখ।

  Leave a Reply

  Close