•  Mobile: +8801783043161  E-mail: contact@ourrangpur.com
 • আমাদের রংপুররংপুর সদরশিক্ষা প্রতিষ্ঠানসরকারি প্রতিষ্টান

  রংপুর সরকারি কলেজে জিপিএ ৫ পেয়েছে ১৯২ শিক্ষার্থী

  রংপুর সরকারি কলেজ। রংপুর জেলার সদর উপজেলায় রংপুর সরকারি কলেজ অবস্থিত।

  এবছরে এইচ এস সি পরিক্ষায় উক্ত কলেজ থেকে মোট ১৩৩৬ জন শিক্ষার্থী পরিক্ষা দেয়। এর মধ্যে ৮২২ জন ছাত্র ও ৫১৪ জন ছাত্রী । মোট পাসের হার হলো ৮৯.৫২% এবং ফেলের হার ১০.৫%।

  গত বছরে ২০১৮ সালে মোট পরিক্ষা দেয় ১১৫৪ জন। পাসের হার ছিল ৮৩.৬% এবং ফেলের হার ছিল ১৬.৪%। মোট পাস করে ৯৬৫ জন। ফেল করে ১৮৯ জন শিক্ষার্থী।

  উক্ত কলেজে মোট পাস করে ১১৯৬ জন। এর মধ্যে ৭২২ জন ছাত্র ও ৪৭৪ জন ছাত্রী পরিক্ষায় উত্তীর্ন হয়।এবং উক্ত কলেজ থেকে মোট জিপিএ ১৯২ জন, ১১৭ জন ছাত্র ও ৭৫ জন ছাত্রী।
  উক্ত কলেজে মোট ফেল করে ১৪০ জন পরিক্ষার্থী।

  উক্ত কলেজে যেসকল শিক্ষার্থী পাস করেছে জেলা ওয়েবসাইট আওয়ার রংপুর এর পক্ষ হতে অভিনন্দন সেই সাথে যেসকল পরিক্ষার্থী এবছর পাস করতে পারে নাই তাদের জন্য সমবেদনা ও দোয়া আগামীতে যেন ভালো রেজাল্ট করতে পারে সেই কামনা।

  Leave a Reply

  Close