•  Mobile: +8801783043161  E-mail: contact@ourrangpur.com
 • আমাদের রংপুররংপুর সদরশিক্ষা প্রতিষ্ঠানসরকারি প্রতিষ্টান

  শত পাসের আশা পূর্ণ হল না রংপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজ

  রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ । রংপুর জেলার, রংপুর সদর উপজেলায় উক্ত কলেজটি অবস্থিত। গত বছরের তুলনায় এবছরে শত পাসের কাছাকাছি যাওয়ার গৌরব অর্জন করে।এবছরে ২০১৯ সাল এইচ এস সি পরিক্ষায় উক্ত কলেজ থেকে মোট ১০০০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে ৫৪৫ জন ছাত্র ও ৪৫৫ জন ছাত্রী । মোট পাসের হার হলো ৯৯.৯০% এবং ফেলের হার ০০.১০%।

  উক্ত কলেজে মোট পাস করে ৯৯৯ জন। এর মধ্যে ৫৪৪ জন ছাত্র ও ৪৫৫ জন ছাত্রী পরিক্ষায় উত্তীর্ন হয়।এবং উক্ত কলেজ থেকে মোট জিপিএ ৬৮৪ জন, ৩৬৬ জন ছাত্র ও ৩১৮ জন ছাত্রী ।

  গত বছরে ২০১৮ সালে মোট পরিক্ষা অংশ নেয় ৯৪৫ জন পরিক্ষার্থী। পাসের হার ছিল ৯৯.০৫% এবং ফেলের হার ছিল ০০.৯৫%। মোট পাস করে ৯৩৬ জন। ফেল করে ৯ জন শিক্ষার্থী।

  উক্ত কলেজে যেসকল শিক্ষার্থী পাস করেছে জেলা ওয়েবসাইট আওয়ার রংপুর এর পক্ষ হতে অভিনন্দন সেই সাথে যেসকল পরিক্ষার্থী এবছর পাস করতে পারে নাই তাদের জন্য সমবেদনা ও দোয়া আগামীতে যেন ভালো রেজাল্ট করতে পারে সেই কামনা।

  Close