•  Mobile: +8801783043161  E-mail: contact@ourrangpur.com
 • কবিতা

  মানবতার শিক্ষা – রফিক মুহাম্মদ

  মানবতার শিক্ষা
  রফিক মুহাম্মদ

  রাখলি আগে—মানবতা
  ধর্ম টাকে দূরে!
  ধর্মের তরে বুড়ো আঙুল
  দিলি যেনো ছুঁড়ে!

  ধর্মীয় জ্ঞান নেই মোটে তোর
  তাই তো এমন বুলি!
  প্রকৃতি তোর—-মূল পরিচয়
  নষ্ট পুরো খুলি।

  ধর্মের কথা——ভাল্লাগেনা
  শুনলে জ্বলে গা!
  মানবতার——ভ্রষ্ট প্রেমিক
  ধর্মে মারিস ঘা!

  ঈসা নবীর পরে সবাই
  মুহাম্মাদের আশে,
  মাঝখানেতে সব মানুষে
  মানবতা নাশে!

  ছিল নাকো ধর্মের আইন
  এবং অনুশাসন,
  ইচ্ছে স্বাধীন—পাপাচরণ
  নির্বোধদের ভাষণ!

  অবশেষে ধরার মাঝে
  এলেন মুক্তিকামী,
  ধর্মের মাঝে—মানবতা
  শেখালেন দিন-যামী।

  আমরা চলি ধর্ম নিয়ে
  মানবতাও আছে,
  ধর্মদ্রোহী–হয়ে রইলি
  মরলে বুঝবি পাছে।

  Leave a Reply

  Close